গজারিয়ায় মেঘনা মাল্টি পারপাস হিমাগার লিমিটেড আলুর কৃষক এর মাথায় হাত কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায় আলু বিক্রি করে হিমাগরের ভাড়া টাকা পরিশোধ করা সম্ভব না তাই দুশ্চিন্তায় করেছে আলুর কৃষকরা
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় গজারিয়া উপজেলায় দুটি হিমাগরে আলো নিয়ে বিপাকে পড়েছে আলু কৃষক ফারুক মিয়া বলেন বর্তমানে হিমাগরে আমরা আলু রেখেছি বিক্রি করে হিমাগারের ভাড়া দেওয়া সম্ভব না ১২ টাকা কেজি করে আলু বিক্রি হচ্ছে বস্তা বিক্রি হচ্ছে ২৫০ টাকা বস্তা বিক্রি হচ্ছে।
তাই গজারিয়া উপজেলার হিমাগার আলুর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি কৃষকরা বিক্রি করতে পারছে না
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছু হিমাগার কর্মকর্তা বলছেন আলুর দাম খুবই কম অনেকে বিক্রি করেও টাকা পরিশোধ করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন হিমাগার গুলোতে প্রচুর পরিমাণ আলু রয়েছে আলু ব্যবসায়ীরা বাজার মূল্য আলু সংগ্রহ করছে।