কাপাসিয়ায় করাত কলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম
কাপাসিয়ায় করাত কলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের তিনটি করাত কলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হকের নেতৃত্বে সদর বাজারের পাবুর রোডে অবস্থিত করাত কল গুলোতে অভিযান চায়। জানা যায়, উপজেলা সদর বাজার সংলগ্ন পাবুর রোডের সততা স' মিল, মাহিন স' মিল ও ভাই ভাই আশরাফ স' মিল সহ প্রত্যেকে আট হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত কিছু কাঠ ও করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোন স-মিল আবাসিক এরিয়ার ভিতরে চলতে পারে না। আবাসিক এরিয়া থেকে আড়াই কিলোমিটার দূরত্বে থাকতে হবে এবং তাদের লাইসেন্স করতে হবে। লাইসেন্স ছাড়া কোন স-মিল চালানো যাবেনা বলে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি কেউ পুনরায় স' মিল চালায় তাহলে আরো বড় ধরনের জেল জরিমান করা হবে বলে আদালত জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) অমিত চৌধুরী, রাজেন্দ্রপুরের ফরেস্ট অফিসার জুয়েল রানা, কাপাসিয়ার সূর্য নারায়ণপুর ফরেস্ট বিট অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে