চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ৮

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ৮

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আট জন আহত হয়েছে।মঙ্গলবার সকালে চৌগাছা যশোর সড়কের ঝাউতলা নামক মোড়ে এদুর্ঘটনা ঘটে। প্রত‍্যক্ষদর্শীরা জানান, সকাল  ০৮:৪০ নাগাদ যশোর থেকে যাত্রী নিয়ে চৌগাছার দিকে আসার সময় একটি সিএনজির পিছনে বালি ভর্তি ট্রাক যার নাম্বার যশোর-ট-১১-২৯৯৩ ধাক্কা দিলে সিএনজি টি ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকান ও বিদ্যুৎতের খুটির কাছে গিয়ে পড়ে। এঘটনায় উপজেলার কোটালীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মাসুম(৩২), সলেমান বিশ্বাসের ছেলে লিমন(২১), দরুদ আলীর ছেলে অন্তর (১৮),কালু মন্ডলের ছেলে বাদশা(৪০), সিংহঝুলি গ্রামের রবির ছেলে সাগর(২৫), মসিয়ূরনগর গ্রামের সামছুর রহমানের ছেলে নাছির উদ্দিন (৪৫), ফুলসারা গ্রামের নান্টু শেখের ছেলে শান্তি শেখ (৩৫),আলমের ছেলে মিজান (৩৫)আহত হন। আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে