ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমান মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে নাসিরনগর থানার পুলিশ বিশেষ অভিযানে ধরমন্ডল বাজার থেকে রুমান মিয়াকে গ্রেফতার করে। নাসিরনগর থানার ওসি তদন্ত তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃত রুমান মিয়া ধরমন্ডল গ্রামের মোহাম্মদ শামসুদ্দিনের ছেলে ও তিনি কার্যক্রম নিষিদ্ধ ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ।
তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাসিরনগর থানার মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/১০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন,১৯০৮ এর ০৩/০৬ এর এজাহারভুক্ত আসামী।