প্রতিনিধি বগুড়ার সারিয়াকান্দিতে হাট ফুলবাড়ি এলাকায় পার্শ্ববর্তী সাত গ্রামের শতাধিক শ্রমজীবী মানুষেরা জড়ো হয়েছেন শ্রম বিক্রির জন্য। মাতুইল,দা-কাঁচি, কোদাল, টুপরিভার, বাইন, কেউবা খালি হাতেই রাস্তার দুই ধারে বিক্ষিপ্ত ভাবে বসে ও দাঁড়িয়ে আছেন। বুধবার ভোর থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা,গুমোট আবহাওয়া, কখন বুঝি মাথায় পড়ে বৃষ্টির পানি।এইটা জেনেও শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বেড়িয়েছেন শ্রম বিক্রি বা কৃষাণ দেওয়ার জন্য।এমনিতেই এই সময় গৃহস্থ'র ফসলের মাঠে, ক্ষেত - খামারে কাজ খুব একটা থাকে না । তারপরও টানা তিন দিনের বৃষ্টিতে ফসলী জমিতে কাজও করা যাচ্ছে না। কৃষাণ চললে পেতেন নগদ টাকা ও সোয়া সের (এক কেজি ১০০ গ্রাম)চাল। এই টাকায় ও চালে উঠতো তাদের উননে হাড়ি। সময় বাড়ার সাথে এখন আর কেউ কৃষাণ নেবেননা ভেবে,অনাহারী পেট নিয়ে তাই তারা আজকেও ফিরে গেলেন বাড়িতে পরিবারদের কাছে। এমনিতেই তিন দিন ধরে কৃষাণ চলছে না, বিধি বাম দিন এনে দিন খাওয়া ওই শ্রমজীবী পরিবার- পরিজনদের কি হবে আজ ?