ভালুকায় চাকুরীজিবী ক্যাডারদের মানববন্ধন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম
ভালুকায় চাকুরীজিবী ক্যাডারদের মানববন্ধন

কৃত্য পেশাভিত্তিক উপসচিব সকল পদের অবসান ও কৃত্য জনবান্ধব সিভিল সার্ভিস চাই স্লোগানে ভালুকায় আন্ত ক্যাডার বৈষম্য পরিষদ ও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে ভালুকা উপজেলা হেলথ কমপ্লেক্রের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা। মানববন্ধন থেকে বক্তারা বলেন ক্যাডার ভিত্তিক সকল কর্মকর্তাকে স্ব স্ব ক্যাডারে পদোন্নতি দিতে হবে। একজন ক্যাডার ইসলামের ইতিহাস নিয়ে একাডেমিক শিক্ষা গ্রহন করে স্বাস্থ্য মন্ত্রনালয়ে এসে কাজ করলে সে চিকিৎসা বিজ্ঞানে এসে কি করবেন। প্রসাশনের ক্যাডারা চাকুরী ক্ষেত্রে নানা সুবিধা ভোগ করেন। কিন্ত আমরা সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এ বৈষম্য দুর করা না হলে আনন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা কামরুন্নাহার মিতু,ডাঃ দেবাশীষ বিশ্বাস,ও মাসুদ পারভেজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে