দিনাজপুরের কাহারোল থানার পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কাহারোল থানার মামলা সূত্রে জানা গেছে উপজেলার বনড়া পশ্চিম পাড়া গ্রামের মোঃ রহমততুল্লার পুত্র মোঃ মোমিনুল ইসলামকে তরলা বাজার হেলালের পানের দোকানের পশ্চিম পাশ্ব থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কাহারোল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় মামলা করেছে পুলিশ। কাহারোল থানা মামলা নং ০৭, তারিখঃ ১৬/০৯/২০২৫ইং। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।