পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৫ পিএম
পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) ও রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পরিবারের অগোচরে আজিবুল ও রাবেয়া বাড়ির পাশের মালেক মণ্ডলের এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে যায় তারা।

পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় প্রথমে রাবেয়ার লাশ পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে খোঁজে পাওয়া যায় আজিবুলের লাশও।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে