ভালুকায় জুবায়ের পন্থীদের মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম
ভালুকায় জুবায়ের পন্থীদের মহাসড়ক অবরোধ

টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদ,পন্থীদের জুবায়ের পন্থীদের উপর বর্বরোচিত হামলার বিচার ও নিষিদ্ধকরণের দাবীতে ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও গনসমাবেশ করেছেন জুবায়ের পন্থী তাবলীগ জামাতের সাথীরা।  বৃহস্প্রতিবার দুপুরে তৈৗহিদী জনতা ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ীর স্কয়ার মাস্টার বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা।  এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান মাহমুদ ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার জেলার সংবাদ পড়তে