চট্টগ্রামের চন্দনাইশে একটি গো-ডাউনে অবৈধভাবে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ক্রস ফিলিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ১০ জন আহত হয়েছে। বুধবার ভোর ৬টার সময় চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন সংলগ্ন চর চরতী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধকৃতরা হলো গো-ডাউন ও গ্যাসের মালিক মাহাবুবুর রহমান (৪৫),কফিল উদ্দিন (২২) সৌরভ (২৫) ইদ্রিছ মিয়া (৩০) রিয়াজ (১৭) হারুন উর রশিদ (২৬)আকিব (১৮) সালেহ আহমদ (৩০) ইফনুচ (২৬) লিটন (২২) । স্থানীয় লোকজন এসে উদ্ধার করে আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিফ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ইনচার্জ মো: সাবের আহমেদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় ৫লাক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে জানান। এদিকে বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম অফিসার মো: শাখাওয়াত হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন । এ সময় তিনি উপস্থিত বিভিন্ন গুমাধ্যম কর্মীদের বলেন এটি একটি সম্পূর্ণ বেআইনি কাজ। তারা বড় সিলিন্ডার থেকে ছোট বা অন্য সিলিন্ডারে ক্রস ফিলিং করতে গিয়ে এ দুর্ঘটা ঘটে এ বিয়য়ে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।