নীলফামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলায় এবার মোট ৮৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় জেলা পুলিশ,পূজা উদ্যাপন পরিষদ, বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। জানা গেছে, প্রতিটি মণ্ডপে পুলিশ,আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়।
এসময় জেলা প্রশাসক বলেন শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়,এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।