জামালপুরে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :
| আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪২ পিএম | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
জামালপুরে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরে পৃথক দুটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন । একই সঙ্গে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। ওই মামলায় ছয় জন সাক্ষী সাক্ষ্য প্রদানে রবিনকে ১৪ বছরের প্রথম কারাদণ্ড প্রদান করেন আদালত।

এছাড়া  রবিনের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে।

ওই মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্য দান শেষে আদালতের বিজ্ঞ বিচারক রবিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তবে মামলা রায়ের সময় আসামি রবিন অনুপস্থিত ছিলেন। এ রায় প্রদানে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে