সাতকনিয়ায় অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার রিচার্জ পয়েন্টে ভয়াবহ বিস্ফোরণ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৮ পিএম
সাতকনিয়ায় অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার রিচার্জ পয়েন্টে ভয়াবহ বিস্ফোরণ

সাতকানিয়ায় একটি অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার রিচার্জ পয়েন্টে ভয়াবহ বিস্ফোরণে দশজন অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড সার্জারী ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৩০ মিনিটে উপজেলার চরতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন শফির চর নামক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ সাবের আহমদ বলেন, "সকাল সাড়ে ছয়টায় বিস্ফোরণের খবর পেয়ে আমরা ৭ টায় ঘটনাস্থলে পৌঁছি। ততক্ষণে অগ্নিদগ্ধ অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে সকাল সাড়ে আটটা নাগাদ সময় লাগে।"

তিনি আরো বলেন, "স্থানটি সাতকানিয়া উপজেলার আওতাধীন। তবে সাতকানিয়া উপজেলা সদর হতে বেশী দূরে হওয়ায় এবং চন্দনাইশের কাছে হওয়ায় আমরা ছুটে যাই।"

তিনি আরো বলেন, "স্থানীয় মৃত কবির আহমদের পুত্র মাহবুবুল আলম (৩৫) সাঙ্গু নদীর তীরবর্তী শফির চরে ৫০/৩০ ফুট সাইজের একটি সেমি পাকা ঘরে বড় গ্যাস সিলিন্ডারে গ্যাস এনে ছোট সিলিন্ডারে রিচার্জ করে সাপ্লাই দিত। ঘরটাতে বিদ্যুৎ সংযোগ নাই। হয়ত রিচার্জ চলাকালে কেউ সিগারেটে অগ্নি সংযোগ করতে চেয়েছে। তাতে গ্যাসে আগুন লেগে গেছে। এতে দোকান মালিকসহ অনেকেই দগ্ধ হয়েছে। তবে উক্ত পয়েন্টের কোনো সরকারী অনুমোদনের কোনো ডকুমেন্ট কেউ দেখাতে পারেনি বলে তিনি জানিয়েছেন।"

চট্টগ্রাম সিভিল সার্ভিস অফিস সূত্র জানায়, শফির চরের ঘটনায় অনেকেই মারাত্মকভাবে আগুনে দগ্ধ হয়েছে। ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড সার্জরী ইউনিটে ভর্তি করা হয়েছে। অধিকাংশ রোগীই ৭০% এর অধিক বার্ন এর শিকার। তাদের অবস্থা আশংকাজনক। প্রায় সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত।

এদিকে এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার গ্যাস সিলিন্ডারের গুদামগুলো নিয়ে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে