নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ এএম
নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়নে আধিপত্য নিয়ে রাজনৈতিক বিরোধ চলছিল। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এ বিরোধের জেরে ভোরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণ হয়। গুলিতে গুরুতর আহত হন ইদন মিয়া (বয়স নিয়ে একাধিক তথ্য পাওয়া গেছে—কোথাও ৫৫, কোথাও ৬২ বলা হয়েছে)। তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্থানীয়দের আরেকটি বর্ণনায়, মেঘনা নদী থেকে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। শাহ আলম অভিযোগ করেন, কাইয়ুম মিয়ার নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী ও কিছু আওয়ামী লীগ কর্মীর সহায়তায় তাদের ওপর হামলা চালানো হয়। তবে এ বিষয়ে আব্দুল কাইয়ুম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত পাঁচজন বর্তমানে নরসিংদী সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী মডেল থানার পরিদর্শক নাসিম মিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়েছে। একজন নিহত হয়েছেন এবং আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে