ঝিনাইদহের কোটচাঁদপুর কুশনা গ্রামের রাজা মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।প্রত্যক্ষদর্শীরা জানান- বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুশনা গ্রামের মাঝের পাড়ার মহিউদ্দীন বিশ্বাসের ছেলে রাজা মিয়া (৩০) বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর রেজিষ্ট্রী অফিসে যাচ্ছিলেন। তিনি কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পার হয়ে মাইক্রো স্ট্যান্ডে পৌছালে পিছন থেকে একটি ইজিবাইক ধাক্কা দিলে রাজা মিয়া সড়কের উপর পড়ে যান। এ সময় অপর দিক থেকে আসা একটি সবজি ভর্তি ট্রাকের চাকায় রাজা মিয়া মাথা আঘাত প্রাপ্ত হয়ে মারাত্মক জখম হন। মারাত্মক রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তানভীর জামান প্রতিক উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। রাজা মিয়ার চাচাতো ভাই হাফেজ মাহফুজ জানান- ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত রাজাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতেই সে মারা যায়। ধনাঢ্য মহিউদ্দীন বিশ্বাসের একমাত্র ছেলে রাজা মিয়া। রাজা মিয়া এলাকার পরিচিত মুখ। নিহত রাজা মিয়ার ২ বছর বয়সী একটি কন্যা সন্তান ও আন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে ।