ভূরুঙ্গামারীতে আ'মীগ নেতা ও প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক গ্রেফতার

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৭ পিএম
ভূরুঙ্গামারীতে আ'মীগ নেতা ও প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত এজহারভুক্ত আসামী, আওয়ামীলীগ নেতা, মাদকের গডফাদার এবং বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে পাঠায়। গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) আওয়ামীলীগের সাবেক গভর্নরও এমপি মৃত শামছুল হক চৌধুরীর ছোট ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর চাচা। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকালে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত নিখিল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের একজন সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। সরকারি চাকুরীবিধি লঙ্ঘন করে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিখিল চৌধুরী এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত ছিলো। এছাড়াও চোরাচালান, চাঁদাবাজিসহ নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি একাধিক মামলার আসামি এবং একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে যথাযথ পুলিশ পাহাড়ায় কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে