ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দক্ষিণ ইন্দুরকানী এস আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম শহিদ এসময়ে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. আযীম মোল্লা, মো. মোহর আলী মৃধা, মো. আব্দুল বজলুর রশীদ, রুমানা আফরোজ প্রমুখ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল বজলুর রশীদ।