কলারোয়ায় উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণার্থী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ পত্র ও বক্তব্য প্রদান করেন-কলারোয়া উপজেলা আনসার ভিডিপি অফিসার হালিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মোমেনা খাতুনসহ কেলালকাতা ইউনিয়নের ২৪জন নারী ও ৪১জন পুরুষ প্রশিক্ষানার্থী। ১০ দিনব্যাপী প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নিনিয়ন্ত্রণ বিষয়কসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষ ৬৫ জন নারী-পুরুষের মাঝে সনদ বিতরণ করা হয়।