নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,গত ১৪মে বিজ্ঞ আদালত রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের ফুলচাঁনের ছেলে বুলেট হোসেনকে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রদান করেন। সেই সাথে আরো তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারদন্ড প্রদান করেন। এর পর থেকে বুলেট পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে খট্রেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামী উপজেলার সরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এমরান হোসেন (৩২) কে একই রাতে গ্রেফতার করা হয়। ওই রাতেই উপজেলার চকবলরাম গ্রামের বেলাল হোসেনের ছেলে ভুট্রু (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ভুট্রুর বিরুদ্ধে মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।