গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামে কাচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা জায়গায় জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এই হা-ডু-ডু খেলা। কিন্তু কালের কালের বিবর্তনে এই খেলা এখন আর দেখা যায়না। তাই জনপ্রিয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজম্মেকে উজ্জ্বিীবিত করতে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যয় মাঠে হয়ে গেল ৮ দলীয় হা-ডু-ডু খেলা।
(১৭ সেপ্টন্বর) বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের গোল্ডেন ৯১ ব্যাচের আয়োজনে ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নাগরিক জীবনে ব্যাস্ততায় হারিয়ে যাওয়া এই খেলা দেখতে স্কুল মাঠে জড়ো হয় কয়েক হাজার দর্শক ও ক্রীড়া প্রেমীরা। টান টান উত্তেজনায় সমাপনী খেলায় অংশ নেয় ভোলা শাহিন সেভেন সিষ্টার একাদশ ও মোল্লাহাট মাদার চর একাদশ। রাত ৮টায় সমাপনী খেলায় ভোলা সেভেন সিষ্টার একাদশ জয়লাভ করেন।
খেলায় বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড: ফজলুল হক, সেচ্ছাসেবক দলের সভাপতি নিয়ামত আলী খান।
খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান স্বাধীন ফকির, সহযোগীতায় ছিলেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম পাপুর, ও প্লাবন উকিল।