আগৈলঝাড়ার ললিতা শিক্ষা ও নৃত্যকলা বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ডে ভূষিত

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৯ পিএম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫১ পিএম
আগৈলঝাড়ার ললিতা শিক্ষা ও নৃত্যকলা বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ডে ভূষিত

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে ও নৃত্যকলা সম্মানা স্বীকৃতি স্বরুপ সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ভূষিত হলেন। ললিতা সরকার হলেন উজেলার গৈলা ইউনিয়নে সুজনকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র সরকার ও মেনকা সরকারের মেয়ে।

ঢাকা সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন ১৩ সেপ্টেম্বর সাউথ এশিয়ন সোস্যাল কালচারান ফোরাম এর এক যুগ পূর্তি উপলক্ষ্যে ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করনীয়’ শীর্ষক আলোচনা সভা, সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সাউথ এশিয়ন সোস্যাল কালচারান ফোরাম উপদেষ্টা  ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোট বিচারপতি ফয়সল মাহামুদ ফয়েজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবাইস বিশ্ববিদ্যালয় উপচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মাদ আহসান উল্লাহ, বাংলাদেশ নির্বচন মকিশন সাবেক সচিব ড. মোহম্মাদ জকরিয়া, অর্থ মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এটিএন বাংলা উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, পরিবেশ ও উন্নয়ন কেন্দ্র (সিজিইডি) নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি  মহাসচিব (চেয়ারম্যান) এম.গফুর উদ্দিন চৌধুরী, নেপাল কাঠমন্ডু রাষ্ট্রিকা সাহিত্য প্রতিষ্ঠান সভাপতি রিশাভ দেব গিমরে, ভারত কলকাতা কবি নজরুল গবেষক ড.দীপা দাস, সাউথ এশিয়ন সোস্যাল কালচারান ফোরাম পরিচালক আর কে রিপন, সাউথ এশিয়ন সোস্যাল কালচারান ফোরাম নির্বাহী পরিচালক এম এইচ আরমান চৌধুরী। আলোচনা সভা শেষে  প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোট বিচারপতি ফয়সল মাহামুদ ফয়েজী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকারকে সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে