প্রবাসীদের ভোটের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২২ পিএম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২২ পিএম
প্রবাসীদের ভোটের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ভোটব্যবস্থা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে তৈরি করা হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ, যার মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নিবন্ধিত প্রবাসীদের নির্দিষ্ট সময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে। প্রার্থীদের নাম না থাকলেও প্রতীকের পাশে নির্ধারিত স্থানে টিক বা ক্রস চিহ্ন দিয়ে তারা ভোট দিতে পারবেন। ব্যালট পেপারসহ নির্দেশনা বড় খামের মধ্যে ভরে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের ঠিকানায় পাঠানো হবে। ভোট দিয়ে তা ফেরত পাঠানোর নিয়মও নির্ধারণ করে দেওয়া হবে।

ইসি সচিব জানান, শুধু প্রবাসীরাই নন, দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে কোনো প্রবাসী দেশে ফিরে এসে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সমন্বয় করে জানানো হবে। এ ছাড়া ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পাঠানো ও সংগ্রহের বিষয়টিও তফসিলের ওপর নির্ভরশীল।

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, ভোটের আগে প্রয়োজনীয় সামগ্রী কেনার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে মার্কিং সিল, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, গালা ও হেসিয়ান ব্যাগসহ প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। সেপ্টেম্বরে সব কেনাকাটা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধনের অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। এতে নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস গঠন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইসির অধীনে রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনের সঙ্গে সংলাপের সূচি চূড়ান্ত করতে আগামী কমিশন সভায় আলোচনা হবে। ইতোমধ্যে ২২টি দলের নিবন্ধন সংক্রান্ত মাঠ তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক সংস্থা পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন করেছে। সেপ্টেম্বরে এসব নিয়ে সংলাপ হওয়ার কথা রয়েছে।

সীমানা পুনর্নির্ধারণে ইসির সিদ্ধান্ত নিয়ে আদালতে অন্তত ১৮টি রিট হয়েছে বলে জানান সচিব। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিচারাধীন থাকায় এখন কোনো মন্তব্য করা সমীচীন নয়।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল ২২ সেপ্টেম্বর ইসির সঙ্গে বৈঠক করবে। দলটিতে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় সদস্য থাকবেন, যারা নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে