সাতক্ষীরার তালায় মহিলা সমাবেশে আফরোজা আব্বাস

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০১ পিএম
সাতক্ষীরার তালায় মহিলা সমাবেশে আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবারের নির্বাচনে আর দিনের ভোট, রাতে হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছিলাম, আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, “আজকের এই বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ বারবার কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, কিন্তু এবার জনগণ আর সেই সুযোগ দেবে না।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। কিন্তু জনগণের শক্তি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে। নারী সমাজ এ বার বিএনপির পাশে থাকবে বলেই আজকের সমাবেশ তা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “ যত ষড়যন্ত্রই হোক, জনগণের ভোটাধিকার রক্ষা করা হবে।”

প্রধান বক্তা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, “তালা থেকে শুরু হওয়া এই জনজোয়ারই প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা কতটা ব্যাপক। একটি গোষ্ঠী চায় বিএনপিকে দমন করতে, কিন্তু জনগণ মাঠে নামলেই সব ষড়যন্ত্র ভেস্তে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক নেতা কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী ও ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি। পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশাল জনসমাগমে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ে। স্থানীয় নেতাদের মতে, এই বিপুল নারী সমাবেশ প্রমাণ করে আসন্ন জাতীয় নির্বাচনে তালা-কলারোয়া এবং গোটা জেলায় ভোটের সমীকরণ ধানের শীষের পক্ষেই আছে।

আপনার জেলার সংবাদ পড়তে