পিআর পদ্ধতির বাস্তবায়ন চায় খেলাফত মজলিস

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৭ পিএম
পিআর পদ্ধতির বাস্তবায়ন চায় খেলাফত মজলিস

আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছেন খেলাফত মজলিস। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মসূচি ও প্রার্থীদের পরিচিতি তুলে ধরেন। 

তারা বলেন, দেশের সার্বিক সংকট সমাধান, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস অঙ্গীকারবদ্ধ।

সভায় খেলাফত মজলিস পাঁচ দফা দাবি তুলে ধরেন-

১. অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন। 

২. আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

৩. আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। 

৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

৫. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন। 

নেতৃবৃন্দরা বলেন, “আমরা মনে করি এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন ছাড়া কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে এই দাবিগুলো কার্যকর করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের গালিব।

একই সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। 

প্রার্থীরা হলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মাওলানা ফজলুল ইসলাম।বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মাওলানা আনিসুর রহমান। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মাওলানা সাইফুল হোসেন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মাওলানা জুবায়ের গালিব বরিশাল-৫ (সদর) আসনে মাওলানা ফজলুল হক এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মাওলানা মাহমুদুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে