চাটমোহরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৮ পিএম
চাটমোহরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

 হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের অয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,আসনার ও ভিডিপি অফিসার আলী আহমেদ,বিএনপি ঢাকা দক্ষিণ আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীমসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক। সভায় পূজামন্ডপের নিরাপত্তা,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,সিসি ক্যামেরা স্থাপনসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য,এবছর চাটমোহর উপজেলায় ৫২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে