দু’জন সাংবাদিককে আমন্ত্রণ করে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষনা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
দু’জন সাংবাদিককে আমন্ত্রণ করে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষনা

কয়েক বছর পর চাটমোহর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হলো আনুষ্ঠানিকভাবে। অর্থ বছরের প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার মাত্র দু’জন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে দুপুর ২টার দিকে পৌর ভবনে এই বাজেট পেশ করা হয়। যদিও বাজে ঘোষনার সময় ছিল দুপুর ১২টা। একাধিক সূত্র জানায়,বাজেট অধিবেশনে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি দৈনিকের সম্পাদককে আমন্ত্রণ জানান পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল এই বাজেট ঘোষনা অনুষ্ঠান বর্জন করলেও অন্য দু’জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে কোন পৌর নাগরিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি। ইতোপূর্বে কোন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনাকালে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হতো। মাঝে কয়েকবছর পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ নিজেরাই বাজেট পেশ করে তা অনুমোদন করতেন। কোন ব্যক্তি তা জানতে পারতো না। এবার পৌরসভার পরিচালনা কমিটির সদস্য,কর্মকর্তা-কর্মচারী ও মাত্র দু’জন সাংবাদিকের উপস্থিতিতে বাজেট পেশ করা হয় বলে একাধিক সূত্র জানায়।

এ ব্যাপারে চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান রাফিউল বারী জানান,এটা অফিস প্রধানের সিদ্ধান্ত। উনি যেভাবে বলবেন,আমরা সেভাবেই কাজ করবো। সেভাবেই আমন্ত্রণও জানানো হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে