সিংড়া দলিল লেখক সমিতির বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম
সিংড়া দলিল লেখক সমিতির বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার

সিংড়া সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন দলিল লেখক সমিতি সিংড়া উপজেলা শাখা।

সংবাদ সম্মেলনে সিংড়া দলিল লেখক সমিতির আহবায়ক শামসুল আলম মামুন লিখিত বক্তব্যে দাবি করেন, গত ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোঃ ইউসুফ আলী নামের একটি ফেইসবুক আইডিতে সিংড়া সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির বিরুদ্ধে অনিয়ম তুলে ধরে হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। সমিতির পক্ষ থেকে মিথ্যা অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মতিউর রহমান মুকুল, সদস্য মুনছুর রহমান, মোশারফ হোসেন, আলতাব হোসেন, আব্দুল গফুর প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে