নাটোরর সিংড়া উপজেলায় ৮৫ টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অভিজিৎ সাহা, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার প্রমূখ।