সিংড়ায় শারদীয় দূর্গাপুজায় প্রস্তুতিমূলক সভা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম
সিংড়ায় শারদীয় দূর্গাপুজায় প্রস্তুতিমূলক সভা

নাটোরর সিংড়া উপজেলায় ৮৫ টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অভিজিৎ সাহা, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে