সুজানগরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৫ পিএম
সুজানগরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

পাবনার সুজানগরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ৪৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও মোঃ আলমগীর হোসেন। শেষে কৃষক প্রতি ৫কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে