সিলেটে নিরাপদ সড়ক গড়তে পুলিশ কমিশনারের ব্যতিক্রমী উদ্যোগ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ পিএম
সিলেটে নিরাপদ সড়ক গড়তে পুলিশ কমিশনারের ব্যতিক্রমী উদ্যোগ

সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট শহরের প্রধান সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

এদিনের আয়োজনে, পুলিশ কমিশনার বলেন, “হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি জীবন রক্ষাকারী ঢাল। সড়ক নিরাপদ করতে আমাদের সবার দায়িত্বশীল হতে হবে।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সিলেট নগরের ১২ লক্ষ মানুষই একটি যানজটমুক্ত, নিরাপদ শহর চান। সবাই চায় নির্ভয়ে ফুটপাতে হাঁটতে, নিরাপদে চলাচল করতে। আমাদের লক্ষ্য সড়ক পরিবহন ব্যবস্থা এবং নগর পরিবেশকে আরও সুরক্ষিত করা।”

এ সময়, কমিশনার সড়কে আরও একটি গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরেন-ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। তিনি বলেন, “মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব যান আইনসম্মত নয় এবং বেশিরভাগ চালক অপ্রশিক্ষিত। তারা ট্রাফিক আইন মেনে চলতে না পারায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন। তাই, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, মেট্রোপলিটন এলাকায় এসব রিকশা চলবে না।”

এ আয়োজনে সিলেট শহরের পরিবেশ ছিল আনন্দমুখর। ট্রাফিক বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন। এই উদ্যোগে অংশ নেওয়া মোটরসাইকেল চালকরা তাদের সচেতনতা এবং নিরাপত্তা মানদণ্ডের প্রশংসা পান। কমিশনার তাদের শুদ্ধ আচরণকে উৎসাহিত করে বলেন, “নিরাপত্তা মানতে থাকুন, আপনারা শুধু শাস্তির হাত থেকে মুক্ত নন, সম্মানও পাবেন।”

অপরদিকে, এই উদ্যোগটি সাধারণ জনগণেরও দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মন্তব্য করেছেন, “নিয়ম মানলে শুধু শাস্তি নয়, সম্মানও পাওয়া যায়। এই উদ্যোগটি সেই বার্তাই পৌঁছে দিয়েছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ শহরের পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করতে সহায়ক হতে পারে, যা সিলেটবাসীকে এক নিরাপদ ও সচেতন পরিবেশের দিকে নিয়ে যাবে|

আপনার জেলার সংবাদ পড়তে