নীলফামারীর সৈয়দপুরে একটি বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ ৩০ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
১৮ সেপ্টেম্বর কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়া এলাকায় আমিনুলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক, একটি মটর সাইকেল ও ২ টি ট্রান্সফরমারসহ প্রায় ৩০ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন,দীর্ঘদিন থেকে আমাদের কিছু জিনিসপত্র চুরি হচ্ছে। পুলিশের উদ্ধার করা চুরি সরঞ্জামের মধ্যে বিদ্যুৎ বিভাগের মালামাল পাওয়া গেছে। তিনি বলেন,এ চক্রটি বিভিন্ন স্থান থেকে আমাদের ট্রান্সফরমাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে ওই বাড়িতে রাখতো।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরের সক্রিয় সদস্যরা, চুরি করা মালামালএকটি ট্রাকে করে আমিনুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করার সময় উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে যায়। এ সময় বাড়ীর মালিক আমিনুল ইসলাম নামে একজনকে আমরা আটক করি। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওইদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।