বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই পেল বিজিবির চাকুরী

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম
বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই পেল বিজিবির চাকুরী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর হাজিটারী সীমান্তের ৯৪৭/৩এস আন্তর্জাতিক পিলারের পাশে ভারতীয় খেতাবেরকুটি সীমান্তে চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফের গুলিতে হত্যার শিকার ফেলানীর ছোটভাই আরফান হোসেন বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরীর দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আরফান হোসেনকে দেয়া হয়েছে নিয়োগপত্র। আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মেহেদী ইমাম,পিএসসি।

জানা গেছে, আরফান হোসেন এ বছরের ২৩ ফেব্রুয়ারি বিজিবির সিপাহি পদের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তির্ণ হন। শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন থেকে আরফান হোসেনসহ আরও প্রায় ১৬/১৭ জন চট্রগ্রামের ট্রেনিংয়ের উদ্দেশ্যে রহনা হবে। ২১ সেপ্টেম্বর থেকে চট্রগ্রামে তাদের ট্রেনিং শুরু হবে। 

বিজিবিতে চাকুরী পাওয়ার দাবি ও স্বপ্ন পূরণে ফেলানীর ছোটভাই আরফান হোসেন আল্লাহর দরবারে শুকরিয়া গুজার করেন। এ সময় আরফান হোসেন জানান, আমার বোনকে যে সীমান্তে হত্যার শিকার হতে হয়েছে। আমি এখন সেই সীমান্তের অতন্ত্র প্রহরী। আমি আমার দেশের সীমান্তকে সু-রক্ষিত রাখার চেষ্টা করবো।

ফেলানীর বাবা নুর ইসলাম জানান, কষ্ট করে ছেলে আরফান হোসেনকে লেখাপড়্ াশিখিয়েছি। আজ ছেলের চাকুরী বিজিবিতে হওয়ায় বুকটা ভরে গেছে। তিনি সবার কাছে ছেলের জন্য দোয়া কামনা করেন।

ফেলানীর মা জাহানারা বেগম জানান, সবার কাছে দাবী ছিল আমার শিক্ষিত ছেলে মেয়েদের যেন সরকারি চাকুরী দেয়া হয়। সেই দাবির একটি ছেলে আরফান হোসেনের বিজিবির চাকুরী দিয়ে পুরণ হলো আমি ভিসণ খুশি হয়েছি। 

আপনার জেলার সংবাদ পড়তে