গাজীপুরের কালীগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খায়রুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, বাংলাদেশ সোনালী ব্যাংক, কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. রেজাউল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যামল চন্দ্র মিত্র’র সার্বিক ব্যবস্থাপনায় সভায় অন্যান্যের মাঝে উপজেলা একাডেমীক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন, শিক্ষা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সহ বিদ্যলয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্য হতে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকার চেক বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের বাল্য বিবাহ বন্ধে সহযোগীতা কামনা করেন।