২য় বারের মতো হিফজুল কুরআনে প্রতিযোগীতার নোয়াখালী অঞ্চলের অডিশন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬ পিএম
২য় বারের মতো হিফজুল কুরআনে প্রতিযোগীতার নোয়াখালী অঞ্চলের অডিশন

কুরআনের সুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগীতার নোয়াখালী অঞ্চলের অডিশন ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সেনবাগের ছমির মুন্সিরহাট বাজারের জাহাঙ্গীর আলম কমপ্লেক্সস্থ তাহসীনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা নোয়াখালী অঞ্চলের অডিশন উদ্বোধন করেন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুল ইসলাম আশরাফী। তাহসীনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় জেলার ৩০ মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুর্ধ্ব ১৮ বছর ৩০ পারা, অনুর্ধ্ব ১৫ বছর ১০পরা  ও অনুর্ধ্ব ১৩ বছর ৫ পারা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এখানে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিজয়ী প্রথম থেকে সপ্তম স্থান অর্জনকারীদের দেওয়া হয় ক্রেষ্ট ও  প্রথম থেকে ১৫তমস্থান অর্জনকারীদের দেওয়া ইয়েস কার্ড।

এছাড়াও জাতীয় পর্যায়ের ৩০ পারা প্রতিযোগীতায় বিজয়ী প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র ওমরাহ হজ্জ পালনের সুযোগ। ২য় স্থান অর্জনকারী পাবেন স্বর্ণ পদক ও নগদ ১০ হাজার টাকা, ৩য় স্থান বিজয়ী রৌপ্য পদক ও নগদ ৫হাজার টাকা, ৪র্থ স্থান অর্জনকারী পাবেন রৌপ্য পদক ও নগদ ৩হাজার টাকা, ৫ম স্থান অর্জনকারী পাবেন রৌপ্য পদক ও নগদ ২হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ২০ তম স্থান অর্জনকারী পাবেন আর্কষনীয় ক্রেষ্ট এবং ১ম থেকে ১০স্থান অর্জনকারী পাবেন আর্কর্ষনীয় সাটিফিকেট।  

এছাড়াও জাতীয় পর্যায়ে বিজয়ী ৫ থেকে ১০পারা বিজয়ী ১ম স্থান অর্জনকারী পাবেন স্বর্ণ পদক ও নগদ ১০হাজার টাকা, ২য় বিজয়ী পাবেন রৌপ্য পদক ও নগদ ৭ হাজার টাকা ,৩ বিজয়ী পাবেন রৌপ্য পদক ও নগদ ৫হাজার টাকা, ৪র্থ বিজয়ী পাবেন রৌপ্য পদক ৩ নগদ হাজার টাকা, ৫ম বিজয়ী পাবেন রৌপ্য পদক ও নগদ ২হাজার টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম বিজয়ী পাবেন ক্রেষ্ট এবং প্রথম থেকে ১০ম স্থান বিজয়ী   পাবেন আকর্ষনীয় সাটিফিকেট। 

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কুরআনের সুর ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি হাফেজ ক্বারী হাবিবুর রহমান চেয়ারম্যান,সেক্রেটারী মানছুরুল হাসান,জোবাযের হোসেন,ও সমন্বয়ক হাফেজ তানভিরুল ইসলাম প্রমুখ।  প্রতিযোগীতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মননা ক্রেস্ট বিভাগীয় পর্যায়োংশ গ্রহনের জন্য ইয়েস কার্ড তুলে দেন।


আপনার জেলার সংবাদ পড়তে