ভারতে আটক ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬ পিএম
ভারতে আটক ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটককৃত ৮ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির জিম্মায় দেওয়া হয়। এদিন রাত সাড়ে ১১টার দিকে বিজিবি সূত্র এ খবর জানায়। 

আটককৃতরা হলেন-খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের মনি বিশ্বাসের ছেলে মোঃ হারুন (৩০), ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের এসএম রেজাউল ইসলামের মেয়ে ও শামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুড়িয়া গ্রামের

সবুজ মন্ডলের স্ত্রী ও শ্যামল মন্ডলের মেয়ে রুপা রানী (২৮), একই উপজেলার মহিষকুড় গ্রামের রবীন্দ্রনাথ পরামানিকের ছেলে অনাদি রঞ্জন পরামানিক (৪২), কিশোরগঞ্জের সুতারপাড়া গ্রামের সুজনের স্ত্রী ও আবুল বাশারের মেয়ে  জান্নাত বেগম জিনতা বেগম (২৯), নারায়নগঞ্জের ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী  নীপা (৩৯), যশোরের পাইকপাড়া গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ ইকরামুল বিশ্বাস (২৪) এবং একই গ্রামের ইকরামুল বিশ্বাসের স্ত্রী রহিমা খাতুন (২৪)।

পতাকা বৈঠকে ভারতের আমুদিয়া বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম উপস্থিত ছিলেন।

পরে বিজিবি আটক বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় জিম্মায় প্রদান করে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে