সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৬ পিএম
সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী (আজিম চৌধুরীকে) আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুর মোরশদকে যুগ্ম আহবায়ক  ও বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা বনি আমিন, বীর মুক্তিযোদ্ধা এমএন হুদা আফসারী ও বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক।

নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়। যার ফটোকপি বৃহস্পতিবার বিকেল বীর মুক্তিযোদ্ধাগণ সেনবাগ প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।  এদিকে, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন আহবায়ক কমিটি গঠনের খবরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আনন্দ বিরাজ করছে। একই সাথে কমিটির নব নেতৃবৃন্দকে অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছন। 

আপনার জেলার সংবাদ পড়তে