সেনবাগ দলিল লিখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
সেনবাগ দলিল লিখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আজ শনিবার ২০ সেপ্টম্বর  অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতির দ্বি-বাষিক নির্বাচন। স্বাধীনতার আগে ও পরে দীঘদিন পর এই প্রথম সরাসরি ভোট গ্রহনের ঘোষনায় প্রার্থী এবং ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ধারুন উৎসাহ উদ্দিপনা। মাজে মাজে ভোট গ্রহণের জন্য আহবায়ক কমিটির গঠন করা হলে ওই আহবায়ক কমিটি দিয়েই চলেছে সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতি।

সম্প্রতি ইউসুফ মজুমদারকে আহবায়ক ও হুমায়ুন কবির হুমুকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হলে তারা ঘেষানা করেন এস মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এমন প্রতিশ্রুতি দেন হবে। যেমন কথা তেমন কাজ। এর ধারা বাহিকতায় তারা দলিল লিখক সমিতির সদস্য আবু মাজেদ মানিককে প্রধান নির্বাচন কমিশনার করে। কাল ২০ সেপ্টেম্ব বহু প্রতিক্ষিত ভোট । 

এখানে ঘোষনা হয়নি কোন প্যানেল। বিএনপি, জামায়াত, আওয়ামীগ, জাসদ, জাতীয়পার্টি সহ সকল দলের সমর্থকরা মিলে মিশে নিজেদের অতীত ও বর্তমান ইমেজকে কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১২৬জন নবীন- প্রবিন দলিল লিখক অত্র সমিতির ভোটার। ভোটের দিন যত ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রাথীরা দিনে ও রাতে রোদ-বৃষ্ঠি উপেক্ষা করে সমান তালে ভোটারদে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে ও নিজেদের অবস্থান জানান দিয়ে নির্বাচিত হলে কে কি? করবেন সে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

এখানে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক,সহ-সাধারন সম্পাদক, কোষাধক্ষ্য, সাংগঠনিক সম্পাদক ও সদস্যের ১৩টি পদের বিপরিতে লড়ছেন ৩০জন প্রার্থী।

এখানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দুইজন ,এরা হচ্ছে ঃ আবু ইউসুফ মজুমদার ও আবু নাছের , সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ,মো: ওমর ফারুক, আবদুল গনি, আবু জাহের ভুঁইয়া , হেদায়েত উল্লা মোল্লা ও  ইসমাইল হোসেন তারেক। সাধারণ সম্পাদ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, দুইজন এরা হচ্ছে ঃ হুমায়ুন কবির হুমু  ও আইনুল হক বাহাদুর ।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন চারজন এরা হচ্ছেঃ এ.কে.এম. মনছুর আলম চৌধুরী, বাকের আহাম্মদ, মোহাম্মদ মোস্তফা ও আবুল কালাম আজাদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন চারজন এরা হচ্ছেঃ  আবুল হাসান , আবদুর রহমান ভূইয়া, মিজানুর রহমান সোহাগ, আবদুর রহমান লিটন । 

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দুইজন এরা হচ্ছে ঃ সহিদুল আলম চৌধুরী ও  জাহাঙ্গীর আলম । 

সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন .১১ জন এরা হচ্ছে ঃ মো: আমিন রছুল , আবদুল মান্নান বাবলু, মো: সোয়াইফ উদ্দিন শামীম সাখাওয়াত উল্লা মজুমদার টিপু , মো: সাইফুর রহমান সবুজ , ইব্রাহিম খলিল দুলাল, মো: এয়াকুব, মিজানুর রহমান মীর , অহিদুর রহমান, শামছুদ্দোহা সোহাগ, আবু হাসনাত মো: নোমান 

আপনার জেলার সংবাদ পড়তে