'কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই ও জনবান্ধব সিভিল সার্ভিস চাই শীর্ষক বাগেরহাটের মোল্লাহাটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কম্পাউন্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ২৫টি ক্যাডার রয়েছে যারা বৈষম্যের স্বীকার, যার যে অভিজ্ঞতা নেই তাকে দিয়ে সেই কাজ করালে দেশের অগ্রগতি পিছিয়ে যায়। তাই বৈষম্য বিলোপ করা সহ ক্যাডার যার, মন্ত্রণালয় তার এই যৌক্তিক দাবি মেনে দেশের উন্নয়ন ও অগ্রগতির পরিবেশ সৃষ্টি করতে হবে। যেমন স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, শিক্ষা ও মৎস্য সহ পৃথক পৃথক ২৫টি ক্যাডার রয়েছে। অথচ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই সকল অভিজ্ঞদের স্থলে অন্যদের দায়িত্ব দেয়ার মাধ্যমে বৈষম্য পুষে রাখা হয়েছে। বৈষম্য বিলোপ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান বক্তারা। ওই মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বিভুতি মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান ও ডাঃ অপূর্ব পোদ্দার।