পিরোজপুরের কাউখালীতে শুক্রবার উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ নুরুল আমীন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন ফারুকী, কাউখালী উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, জামাত নেতা মাওলানা জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, ইমামরা হলো সমাজের নেতা। ইমামরা মসজিদের মিম্বরে হক্ব কথা বলবে। সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু গত ১৭ বছর স্বৈরাচার সরকার ইমামদের কন্ঠরোধ করে রেখেছিল। এখন সময় এসেছে স্বাধীনভাবে মিম্বরে কথা বলা।
সমাজের সুদ এবং মাদক মারাত্মক আকারে ধারণ করেছে। সুদ, ঘুষ এবং মাদকের বিরুদ্ধে মসজিদের মিম্বরে ইমামগণ আলোচনা করবেন। আল্লামা সাঈদী সারাজীবন এই সুদ,ঘুষের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।