মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর), বিকেল ৩টায় এভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মোখলেস উর রহমান,স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক মোঃ আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনর ফিরোজ সরকার, খুলনা রেন্স ডিআইজি রেজাউল হক, পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ ডা. এ. কে. এম. আবু সাঈদ, জেলা প্রশাসক আবদুস সালাম পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন,আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনটি জেলার মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ। স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে। সবার জন্য সমান ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই নতুন ভবনটি শুধু একটি কাঠামো নয়-এটি মেহেরপুরবাসীর সুস্বাস্থ্যের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন।”এই হাসপাতাল শুধু চিকিৎসা সেবার কেন্দ্র নয়, বরং এটি হবে দক্ষ মানবসম্পদ তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কার্যকর।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান। স্থানীয়দের আশা ও আনন্দ।