চলতি মৌসুমে পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত দামে করলা বিক্রি করছে।
জানা যায়, গত ১০/১২দিন আগেও উপজেলার হাট-বাজারে প্রতিকেজি করলা ৬০ থেকে ৬৫টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র ১০/১২দিনের ব্যবধানে সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কজি করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০টাকা দরে। এ হিসাবে ১কেজি করলার দামে প্রায় ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী সুজিৎ ঘোষ বলেন বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে করলার দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ১কেজি করলা দামে প্রায় ২কেজি চাল পাওয়া যাচ্ছে। উপজেলার মানিকদীর গ্রামের ফজলুর রহমান বলেন বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু প্রতি কেজি করলার দাম ৮০ থেকে ৮৫টাকা হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা। এমনকি করলার বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন কোন ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।