নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাজী আশরাফ উদ্দিন শুক্রবার স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভৈরবদী ও মুক্তিশপুর জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় শেষে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
জুমার নামাজ শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে আপনাদের চেয়ারম্যান হতে আসিনি। আমার একটাই লক্ষ্য মোগরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ইউনিয়নে রূপান্তরিত করা। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ সুবিধা পায়, সেই ব্যবস্থা আমি নিশ্চিত করতে চাই।
এ সময় হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানীয় জল এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তাঁর প্রতিশ্রুতি তুলে ধরেন। স্থানীয়রা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং সমর্থন জানান। এলাকাবাসীর উপস্থিতিতে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজী আশরাফ উদ্দিন সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি নির্বাচিত হলে এলাকায় দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান হবে বলে তাদের বিশ্বাস। এইভাবে জুমার নামাজকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি স্থানীয়দের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন।