কুলিয়ারচরে দুই ভাইয়ের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
কুলিয়ারচরে দুই ভাইয়ের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জের  কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে পূর্ব আব্দুল্লাহ গ্রামে দুই ভাই আবুল কাশেম ও তার ছোট ভাই জাকির হোসেনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ উঠেছে। গত কিছুদিন আগে গোবরিয়া আব্দুল্লাহপুর গ্রামে ছালেহা খাতুন নামে এক নারী ভূমি দখলের ও বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এলাকায় রয়েছে। পুলিশ এক মাস পেরিয়ে গেল ছালেহা খাতুনের ছেলে হাবিব বাদি হয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ এ বিষয়ে অভিযোগটিকে মামলা নিচ্ছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। স্থানিয়দের ভাষ্যমতে আবুল কাশেম এক সময় এ জেলার বাহিরে বিভিন্ন নামে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সে ঐ জেলায় পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মামলার আসামী হিসেবে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের একমাত্র কাজ ছিল মানুষদের কে ভয়ভীতি দেখানো। কুলিয়ারচর থানার এসআই মোহাব্বত জানান, তিনি কোনো সময় গাজিপুরে ছিলেন না। এর আগে তিনি ফরিদপুর জেলায় কর্মরত ছিলেন বলে উল্লেখ করেন। অভিযোগের বাদি হাবিব মিয়া বলেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্ত করে আসলেও তাদের অভিযোগটি মামলায় রুপান্তর করছে না বলে তাদের অভিযোগ।

আপনার জেলার সংবাদ পড়তে