আমতলীতে মধ্য যুগীয় কায়দায় শিশু নির্যাতনের ঘটনায় মামলা

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
আমতলীতে মধ্য যুগীয় কায়দায় শিশু নির্যাতনের ঘটনায় মামলা

আমতলীতে মধ্যে যুগীয় কায়দায় হাত,পা,বেধেও গলায় রশি বেধে শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । বৃহস্পতিবার সন্ধা ৭.৫০ মি: সময় আমতলী উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়া তলী গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , বালিয়াতলীগ্রামের মো: শাহিন বয়াতীর সাথে  একই গ্রামের মো: রুবেলগাজীর সাথে দীর্ঘ দিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল । প্রতিশোধ নিতে রুবেল গাজী, মো: সাকিবগাজী, জাবের গাজী লোক জন নিয়ে ,মো: সাহিন বয়াতীর শ্শিু পুত্র মো; সজিব বয়াতী (১৭) কে জোড় পূর্বক তাদের বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায় । শিশুটিকে একই গ্রামেরসাকিবগাজীরবাড়িরপূর্ব পাশে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে হাত, পা ও গলায় রশি দিয়ে বেধে তার উপর শারিরীক নির্যাতন করে এবংমাথায় দ্ওাদিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।সজিবের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে সজিবকে রেখে তারা পালিয়ে যায় । পরিবারের লোকদের খবর দিলে তারা আহত সজিব কে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে । আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নচিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করাহয়।  এ ঘটনায় মো: রুবেল গাজী (৩৮) ,মো: সাকিব হাজী (১৬), মো: জাবের গাজী(১৭),মো: রবিউল মুন্সি (১৮) মো: ই্য়াছিন (১৬) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে । আমতলী থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় থানায় নির্যাতনের স্বীকার শিশু সজিবের বাবা মো: শাহিন বয়াতী এজাহার দিয়েছেন । তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে । 

আপনার জেলার সংবাদ পড়তে