আগৈলঝাড়ায় ছেলেকে নির্দোষ দাবি করে মায়ের সংবাদ সম্মেলন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম
আগৈলঝাড়ায় ছেলেকে নির্দোষ দাবি করে মায়ের সংবাদ সম্মেলন

বরিশালের আগৈলঝাড়া চারজন ভুয়া র‌্যাব তারা র‌্যাব পরিচয়ে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পান ব্যবসায়ী বিপুল ঢালীর টাকা ছিনতাই ও চাঁদা দাবি কালে তিনজন ভুয়া র‌্যাব গ্রেফতার হয়। একজন পালিয়ে যায়। থানায় মামলা দায়ের। ওই মামলার  প্রধান আসামী আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৪০)। ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ছেলে রাসেলকে নির্দোষ দাবি করে ১৯ সেপ্টেম্বর শুক্রবার আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সংম্মেলন করেন মা ফজিলা বেগম।

রাসেল মোল্লার মা ফজিলা বেগম সংবাদ সম্মেলনে বলেন, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে পান ব্যবসায়ীদের কাছ থেকে ভূয়া র‌্যাব পরিচয়ে নগদ টাকা ছিনতাই ও চাঁদা দাবির ঘটনার সাথে আমার ছেলে জড়িত নয়। আগৈলঝাড়া থানায় চার জনকে আসামী করে মামলা রুজু করেন। ওই মামলায় আমার ছেলে রাসেল মোল্লাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার আসামী করা হয়েছে। আসল অপরাধীদের আড়াল করতেই রাসেলকে গ্রেফতার করা হয়েছে। আমার পুত্র রাসেল মোল্লার নামে মামলা প্রত্যাহার করে দ্রুত তার মুক্তির দাবি করছি। আমি একজন বৃদ্ধা মা মনে করি- আমার ছেলেকে উক্ত মামলায় প্রহসনমূলক আসামী করা হয়েছে। আমার ছেলে তথ্য প্রদান করে অপরাধীদের শনাক্ত ও ধরতে সহায়তা করেছে।

সংবাদ সম্মেলতে উপস্থিত ছিলেন গ্রেফতারকৃত রাসেল মোল্লার মেয়ে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৩), ছয় বছরের শিশু সন্তান আছিয়া আক্তার, বাগধা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি কে এম সিপন, সাধারণ সম্পাদক আকরাম খান।

উল্লেখ্য, পান ব্যবসায়ী বিপুল ঢালী বাদী হয়ে থানায় মামলা দায়ের ককরে। গ্রেফতাকৃতরা হলো-আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৪০), একই উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরোত্তম হালদার (৩৪)। অপর সহযোগী সুমন নামে একজন হ্যান্ডকাফ, অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।  

আপনার জেলার সংবাদ পড়তে