নীলফামারীর ডোমারে চাদা না পেয়ে মব সৃষ্টির পায়তারার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে। জানা যায়, ওই এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী রুপা বেগম মাদক ব্যাবসার সাথে জড়িত। যার ফলে প্রায় সময় রুপা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। তার আটক হবার বিষয়টি এলাকায় একটি নিত্য ঘটনায় পরিনত হয়েছে।
সম্প্রতি এলাকার কতিপয় ব্যাক্তি রুপার কাছে একটি অনুষ্ঠানের জন্য চাদা দাবী করে। তিনি চাদা দিতে অস্বীকার করায় তাকে দেখে নেযার হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনার কয়েকদিন পরেই রুপার বাড়ীতে মেহমান বেড়াতে আসে। এ সুযোগে এলাকার কতিপয় ব্যাক্তি মেহমানদের চলে যাওয়ার সময় তাদের ব্যাগ তল্লাশি করে তারা মাদক কিনেছেন এ অভিযোগে। এর ফলে রুপা তাদেরকে এমনটা করতে নিষেধ করলে এলাকার ওইসব যুবকেরা সংঘবদ্ধ হয়ে রুপার বাড়ীতে হামলা ও ভাংচুরের প্রস্তুুতি নেয় এবং তারাই আবার ডোমার থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিযন্ত্রণে আনে ও জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, মাদক ব্যাবসায়িকে আইনের আওতায় আনতে হবে কোন হামলা ভাংচুর বা মব সৃষ্টি করে নয়। উল্লেখ্য যে, এমন অভিযোগে ওই ব্যাক্তিরাই ইতিপুর্বে রুপার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।