কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচার বৈরাগীর চর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার বিকেলে ছাত্রদল নেতা মরহুম সজিব স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাআহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, মোঃ মাহাবুল হক। এ ছাড়াও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালের এ খেলায় বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে।