রাজারহাটে মক্তব শিক্ষার গুরুত্ব নিয়ে সভা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ পিএম
রাজারহাটে মক্তব শিক্ষার গুরুত্ব নিয়ে সভা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারে হিলফুল ফুজুল-শান্তি সংঘ পরিচালিত শান্তি সংঘ পাঠশালায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে “সমাজে সুনাগরিক তৈরীতে মক্তব গুরুত্ব”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি ছিলেন রাজারহাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রাসুল রাখী, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন সরকার, জামায়াতে ইসলামী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আমীর খলিলুর রহমান রুকু, জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন সভাপতি রাকিবুল হাসান, মার্লিন সেবা ঘরের পরিচালক মো. মামুন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব তারেক খান মজলিসসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, মক্তব শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং এটি শিশুদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য। তাঁরা মক্তব শিক্ষার আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে শান্তি সংঘ পাঠশালার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে