গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রয়াত নেতা ইউনুস আলী মোল্লার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ফুলবাড়িয়াস্থ ইউনুস মার্কেটে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা। সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মীর হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হোসেন খান সাব্বির, সহ-সভাপতি শহীদুল্লাহ মোল্লা, কবির সরকার, মাসুদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শেখ, খালিদ হোসেন খান, বিল্লাল হোসেন পালোয়ান, দেলোয়ার হোসেন, নুরুল আমিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সম্পাদক শিবলু আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিবুল ইসলাম ভূঁইয়া শাহজাদা, ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন মোড়ল, মাজহার প্রমুখ।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্, মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম ইউনুস আলী মোল্লাসহ সকল প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম ।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে। এই সমস্ত মোনাফেকদের ব্যাপারে সতর্ক থাকতে দলীয় নেতা কর্মীদের আহ্বায়ক জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, নির্বাচিত হলে কাপাসিয়ায় পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে। মাদক কারবারিদের নির্মুল করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের ন্যায্যতা ও হিস্যার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে। এর আগে তিনি প্রয়াত নেতা ইউনুস আলী মোল্লার বাড়ি আঙ্গিনায় সমবেত মহিলাদের সাথে মতবিনিময় করেন।