ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯ এএম
ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে গাজায় যুবিরতি আনার আহ্বানের মধ্যেও এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন চালানে শুধুমাত্র গোলাবারুদ নয়, হামলায় ব্যবহারযোগ্য হেলিকপ্টার ও ট্যাংকও রয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী গাজায় সাম্প্রতিক অভিযানে নেমেছে, যেখানে প্রস্তাবিত নতুন সমরাস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে গাজার উপত্যকায় ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত ও এক লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত দুই বছরে ছয়বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও প্রতিবার যুক্তরাষ্ট্রের ভেটোতে তা কার্যকর হয়নি।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে ফ্রান্স ও সৌদি আরব।